Top

জেনেভায় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব

২৬ জানুয়ারি, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
জেনেভায় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব
প্রবাস ডেস্ক :

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। রোববার জেনেভায় বসবাসরত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবমুখর এ আয়োজনে হরেকরকম পিঠার পাশাপাশি ছিল চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুনর্গঠিত বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন (বিএসসিএ)-এর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রিয়াজুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক এহতেশামুল হক। এছাড়াও আরিনুল হক ও ফারানা হক এর সার্বিক সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বাংলা পাঠশালার শিক্ষার্থী মাদিহা, নিতু, আফসার, দিলারা, সুনিষ্কা, বিভোর, রোদেলা এবং অতিথি শিল্পীরা।

জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে। বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

 

শেয়ার