Top
সর্বশেষ

নতুন কিছু ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

২৬ জানুয়ারি, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
নতুন কিছু ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

চলতি বছর হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন কিছু ফিচার। নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ ডেস্কটপের জন্য স্ক্রিন লক, ভয়েস নোট স্ট্যাটাস, কম্পানিয়ন মোডসহ আরো অনেক কিছুই থাকছে—

মেসেজ একবার দেখা

ফিচারটি ব্যবহারকারীদের একটি বিশেষ মেসেজ পাঠানোর সুযোগ দেয়। মেসেজটি যখন এর প্রাপক একবার পড়েন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফিচারটি গোপনীয় তথ্যের সুরক্ষা বাড়ায়। ফিচারটি দিয়ে শুধু টেক্সট মেসেজ পাঠানো যাবে।

ডেস্কটপের জন্য স্ক্রিন লক

স্ক্রিন লক ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপ মোবাইলে রয়েছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনে এখনো স্ক্রিনলক অপশন নেই। ফিচারটি আইওএস ও ডেস্কটপে চলতি বছরই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কম্পানিয়ন মোড

বির্তমানে হোয়াটসঅ্যাপ একটি অ্যাকাউন্ট দিয়ে একাধিক ফোনে লগইন করার সুযোগ দেয় না। কম্পানিয়ন মোড ফিচারটি একই অ্যাকাউন্টে একাধিক ডিভাইসে যুক্ত হওয়ার অনুমতি দেয়। ফলে ব্যবহারকারীরা অন্য ডিভাইসে লগইন করলেও তাদের প্রাথমিক ডিভাইস থেকে লগআউট হবেন না।

পিকচার-ইন-পিকচার ভিডিও কল

বির্তমানে অ্যাপল ডিভাইসে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের সময় অন্যান্য অ্যাপ ব্যবহার করতে দেয় না। নতুন আপডেটটি ব্যবহারকারীদের ভিডিও কলের সময় অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করার অনুমতি দেবে।

বার্তার জন্য তারিখ অনুসন্ধান

নিতুন ফিচারটিতে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে তারিখ অনুযায়ী অনুসন্ধান করার অপশন থাকবে। এটি বর্তমানে অ্যাপটির সর্বশেষ আপডেটে আইওএস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

ভয়েস নোট স্ট্যাটাস

বির্তমানে ব্যবহারকারীরা টেক্সট, পিকচার, ভিডিও ও লিংক দিয়ে স্ট্যাটাস আপডেট করতে পারে। নতুন আপডেটের স্ট্যাটাস অপশনে ভয়েস নোট আপলোড করার সুযোগ পাওয়া যাবে। ব্যবহারকারীরা ভয়েস নোটের জন্য ৩০ সেকেন্ড সময়ের স্ট্যাটাস পোস্ট করতে সক্ষম হবেন।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপ কল ট্যাব

ফিচারটি ব্যবহারকারীদের উইন্ডোজ ও ম্যাকের কম্পিউটারের হোয়াটসঅ্যাপ অ্যাপে রিয়েল টাইমে কল হিস্ট্রি দেখার সুযোগ দেবে। নতুন ফিচারটি শুধু ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য ফিচারটি প্রযোজ্য নয়।

 

শেয়ার