Top
সর্বশেষ

এখন আরও সুরক্ষিত মেসেঞ্জারের চ্যাট

২৬ জানুয়ারি, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
এখন আরও সুরক্ষিত মেসেঞ্জারের চ্যাট
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার ব্যবহার করেন ফেসবুকের প্রায় সব ব্যবহারকারী। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ এবং অফিসিয়াল নানান চ্যাটও করা হয় এই প্ল্যাটফর্মে। তবে মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা যায় মেসেঞ্জারে।

ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে মার্ক জাকারবার্গের প্ল্যাটফর্মটি চ্যাটের স্ক্রিনশট নেওয়ার সুবিধা বন্ধ করেছে। ফলে এখন কেউ চাইলেই অন্য কারো ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট নিয়ে তার সম্মান ক্ষুণ্ণ করতে পারবেন না। অনেক আগেই ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে মেটা। তবে এখন এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটে আলাদা করে থিম, স্ট্য়াটিক কালার ও গ্র্যাডিয়েন্ট থিম ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। একই ভাবে থাকছে ইমোজির ভেরিয়েশন। সেসব কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারী নিজেই।

এছাড়াও থাকছে লিঙ্ক প্রিভিউ, অ্যাক্টিভ স্ট্যাটাস এবং বাবল ব্যবহার করার সুবিধা। বিশেষ করে এই সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। নতুন এই বাবল ফিচারটি অন্য অ্যাপ্লিকেশনে থাকার সময়ে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ দেবে। একবার এই বাবল ফিচারটি এনেবল করলে, প্রতিটি মেসেজ ঢোকার সময় এই বাবলটি এসে যাবে আপনার স্ক্রিনে। ফলে অসংখ্য অ্যাপের মধ্যেও মেসেঞ্জার খুঁজে বের করার প্রয়োজন হবে না একেবারেই।

এমনকি নতুন অ্যাকটিভ স্ট্যাটাস ফিচারেও আওতায় কোন কোন বন্ধু অন রয়েছে তা-ও জানতে পারবেন। আপনি কখন অ্যাকটিভ ছিলেন সে খবরও পৌঁছে যাবে আপনার বন্ধুদের কাছে। লিঙ্ক প্রিভিউ ফিচারটিও ব্যবহারকারীদের জন্য বেশ কাজের হয়ে উঠতে চলেছে বলেও দাবি সংস্থার। কোনো লিঙ্কে ক্লিক করার আগেই আপনি দেখে ফেলতে পারবেন, আসলে তার ভেতর আছে কী? আর তাতে ভুলভাল লিঙ্কে ক্লিক করে ফেলার ঝুঁকি কমবে বলেই মনে করছে মেটা।

 

শেয়ার