Top
সর্বশেষ

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কাস্টমস গড়ে তুলতে হবে

২৬ জানুয়ারি, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কাস্টমস গড়ে তুলতে হবে
চট্টগ্রাম প্রতিনিধি :

‌স্মার্ট জনবলই কাস্টমসকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারবে। পারস্পরিক জ্ঞান বিতরণ এবং উত্তম পেশাদারিত্ব অর্জনই আগামীর প্রত্যয়। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কাস্টমস গড়ে তুলতে দক্ষ, মেধাবী ও স্মার্ট জনবলের বিকল্প নেই। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, ইলেকট্রনিক কমার্সের বিস্তৃতি এবং অংশীজনদের উন্নত সেবাপ্রাপ্তির চাহিদা পূরণ করতে কাস্টমসকে স্মার্ট কাস্টমসে রূপান্তর করতে হবে।’চট্টগ্রামে আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম কাস্টমস হাউস অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৩ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে ও ডেপুটি কমিশনার খাদিজা পারভিন সুমি ও মো. আহসানুল্লাহর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। তিনি বলেন, বিশ্বের ১৮৪টি দেশ কাস্টমস দিবস উদযাপন করা হচ্ছে। এবারের কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘নার্চারিং দ্য নেক্সট জেনারেশন: প্রমোটিং অ্যা কালচার অব নলেজ-শেয়ারিং অ্যান্ড প্রফেশনাল প্রাইড ইন কাস্টমস’।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনগণ লাগবে। আমাদের কথায়, চালচলনে স্মার্ট হতে হবে। আমাদের হতে হবে নলেজ বেইজড। পাশাপাশি আমি মনে করি অটোমেশন বা আধুনিকায়নের কোন বিকল্প নাই। এটা করতেই হবে। কাস্টমসের সার্ভারে সমস্যা হচ্ছে। আমি জানি না এটা কেন হচ্ছে। আমি এ ব্যাপারে কথা বলব। তার উপর কাস্টমসে রয়েছে জনবল ও ল্যাব সংকট। আপনারা এ সমস্যা দূর করার জন্য কাজ করেন। কাস্টমস দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিএন্ডএফ, শিপিং এজেন্ট, বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীরা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা চাই আমাদের মেধা, জ্ঞানকে কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিতে।

এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল সদস্য সফিনা জাহান, চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী এবং চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুজ্জামান প্রমুখ।

 

শেয়ার