Top
সর্বশেষ

দাম বাড়ানো না হলে পাওয়া যাবে না চিনি

২৬ জানুয়ারি, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
দাম বাড়ানো না হলে পাওয়া যাবে না চিনি
নিজস্ব প্রতিবেদক :

চিনির দাম বাড়ানো না হলে বাজারে ভবিষ্যতে আর চিনি মিলবে না। সার্বিক দিক বিবেচনা করে চাহিদা এবং জোগান সমন্বয় করতে বাজারে চিনির দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় দেশে পর্যাপ্ত চিনির যোগান পাওয়া যাচ্ছে না। যতটুকু পাওয়া যাচ্ছে তাতে দাম বাড়ানো ছাড়া উপায় ছিলো না। সবদিক হিসাব করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন হঠাৎ করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় পণ্যটির পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। প্যাকেটজাত চিনি প্রতি কেজির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা এবং খোলা চিনি প্রতি কেজির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করেছে। নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে এমসিসিআই’র সভায় মন্ত্রী বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে। পুরো বাংলাদেশ জুড়ে এ খাতের বিস্তৃতিতে আমাদের আরো নজর দেওয়া উচিত। ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো সহজে অর্থায়ন পাচ্ছে না। মহিলাদের অগ্রগতিতে বড় বাধা তাদের নিজস্ব সম্পত্তির অভাব। নিজেদের নামে সম্পত্তি না থাকায় তারা ঋণ পাচ্ছে না। এ ব্যাপারটাকে আরও সহজ করা উচিত।

শেয়ার