Top
সর্বশেষ

রায়পুরে কাঁচা সবজির দামে স্বস্তি নেই

২৮ জানুয়ারি, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
রায়পুরে কাঁচা সবজির দামে স্বস্তি নেই
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

অন্যান্য বছরের তুলনায় এবার শীতের শুরুতেই রায়পুর উপজেলা জুড়ে দেখা মিলেছে শীতকালীন হরেক রকম সবজি মেলা। সীম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ধনিয়াপাতা সহ ইত্যাদি সবজিরর ছিল ব্যাপক সমারোহ। আবার শীতকালীন সবজি হিসেবে এগুলোর চাহিদাও ব্যাপক।

এবছর পুরো শীত জুড়েই সবজির চাহিদা মিটিয়েছে ভোক্তা সাধারণ, তবে দামে স্বস্তি মেলেনি সাধারণ ভোক্তাগণের মাঝে। অনেকের দাবি বাজারে হরেক রকম সবজি আমদানি থাকলেও দামে তারা স্বস্তি পাচ্ছেন না। অপরদিকে বাজারে বিক্রেতাদের দাবি সবজির মূল্য এখন অনেক কম বা সহনীয়।

রায়পুর পৌর শহরের কাঁচা বাজার গুলো পরিদর্শন করে দেখা যায়. কেজি প্রতি দেশীয় সিম ৪০ টাকা ,নতুন আলু ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৩০ থেকে ৩৫ টাকা,ফুলকপি পিস প্রতি ২০ থেকে ৩০টাকা,বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকা, গাঁজর ৪০ টাকা, কাঁচামরিচ ১০০টাকা, সিমের বিচি ১২০ টকা ,করলা ১২০ টাকা, বেগুন ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেয়ার