Top
সর্বশেষ

২০২২ সালে ৪২ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনা বেড়েছে

২৯ জানুয়ারি, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
২০২২ সালে ৪২ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনা বেড়েছে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ছয় বছরে বিশ্বে সাইবার আক্রমণ ও ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু গত বছর এ চেইন ভেঙে গেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে তথ্য চুরির ঘটনা ৪২ শতাংশ কম ছিল, কিন্তু সামগ্রিকভাবে ৪২ কোটি ২০ লাখ ব্যবহারকারী ভুক্তভোগী হয়েছে।

বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এর পরিমাণ আরো বেশি। পারতপক্ষে ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান সব হামলার তথ্য প্রকাশ্যে আনেনি। মাত্র ৩৪ শতাংশ হামলার বিস্তারিত সম্মুখে এসেছে। অনেক প্রতিষ্ঠানই হামলাসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনে না। যে কারণে অন্য প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারছে না। যে কারণে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য আরো বেশি করে হাতিয়ে নিতে পারছে।

তথ্য চুরির ভুক্তভোগীদের মধ্যে অর্ধেকই টুইটারের ব্যবহারকারী। ২০২২ সালে ২২ কোটি ১০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। অন্য পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নিওপেটস, এটিঅ্যান্ডটি, ক্যাশ অ্যাপ ও বিটল আই। অধিকাংশ ক্ষেত্রে যেসব তথ্য চুরি করা হয় সেগুলোর মধ্যে ব্যবহারকারীর নাম ও সামাজিক নিরাপত্তা নম্বর রয়েছে। কিছু সময় ব্যক্তি শনাক্তকরণ তথ্যও চুরি হয়। এ ধরনের তথ্যের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে।

 

শেয়ার