কভিড-১৯ বা নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে বিশ্বজুড়ে বিধিনিষেধ ও লকডাউন আরোপ শুরু হয়। সে সময় শিশু থেকে প্রবীণ সবাই ঘরের ভেতরেই সময় কাটিয়েছে। শিক্ষা কার্যক্রম, অফিস, ব্যবসায়িক কার্যক্রম সবই ছিল অনলাইননির্ভর। তবে এ সময়ে অনলাইনে শিশুদের নিপীড়নমূলক ছবি ও ভিডিওর পরিমাণ ১০ গুণ বেড়েছে।
ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) জানায়, যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে সেখানে অপরাধীদের এ পরিস্থিতি থেকে সুযোগ নেয়ার কথা উঠে এসেছে। ২০২০ সালের প্রথম দিকে যখন মহামারী শুরু হয় তখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তুমুল জনপ্রিয়তা পেতে শুরু করে। ঘরে অবস্থান করার কারণে ব্যবহারকারী ও এসব প্লাটফর্মে সময় কাটানোর হারও বাড়তে থাকে।
ব্যবহারকারীর সঙ্গে শিশুদের নিপীড়নমূলক ভিডিও হোস্ট করা ওয়েবসাইটের সংখ্যাও বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত বছর আইডব্লিউএফ এ ধরনের কনটেন্টযুক্ত ৬৩ হাজারের বেশি ওয়েবপেজ পেয়েছে। যেখানে মহামারীর আগে এর পরিমাণ ছিল ৫ হাজার। আইডব্লিউএফের প্রধান নির্বাহী সুসি হারগ্রিভস বলেন, মহামারীর সময় ইন্টারনেট আমাদের অন্যতম অনুষঙ্গ ছিল, কিন্তু আমরা এতদিনে এর প্রভাব দেখতে পাচ্ছি।
তিনি বলেন, কঠিন সত্য এখন আমাদের সামনে। শিশুরা যখন তাদের বাসায় ছিল তখনও অপরাধীদের চক্রান্তের কারণে নিপীড়নের শিকার হয়েছে। সামগ্রিকভাবে আইডব্লিউএফ বিশ্বজুড়ে ইন্টারনেট থেকে শিশুদের নিপীড়নমূলক হাজার হাজার ঘটনা অনুসরণের মাধ্যমে তদন্ত করেছে এবং সেগুলো বৈশ্বিকভাবে অপসারণের চেষ্টা চালিয়েছে।
দাতব্য সংস্থাটি জোর দিয়ে বলেছে, শিশুদের তৈরি এসব ভিডিওর সংখ্যা আসলেই বেড়েছে। কারণ এসব ভিডিওর বিষয়ে অভিযোগ বা রিপোর্ট করার যে প্রবণতা বা চর্চা তা আগের মতোই রয়েছে। গবেষক ও বিশ্লেষকরা যত কনটেন্ট অনুসন্ধান করেছেন, তার দুই-তৃতীয়াংশই শিশু নিপীড়নের ভিডিও। আর নিপীড়িতরাই সেগুলো ধারণ করেছে।
গবেষকরা বলছেন, অনেক ভিডিও শোয়ার ঘর বা বাথরুম থেকে রেকর্ড বা লাইভস্ট্রিম করা হয়েছে। এসব ভিডিওর পেছনে স্বাভাবিক কাজকর্ম ও পরিবেশের আভাস পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, লাইভ চ্যাট করার সময় নিপীড়করা বিক্রির জন্য শিশুদের অজান্তেই সেগুলো রেকর্ড করেছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আইডব্লিউএফ বলছে, ভিডিওগুলো থেকে শিশুদের অবস্থান নির্ধারণ প্রায়ই কঠিন। তবে কোনো ভিডিওতে যদি স্কুল ইউনিফর্ম বা অন্য শনাক্তযোগ্য চিহ্ন থাকে তাবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়।
দীর্ঘদিন অনলাইন নিরাপত্তা বিলটি ঝুলে রয়েছে। এর মাধ্যমে শিশু সুরক্ষায় কাজ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আইডব্লিউএফ। আইনটিতে পরিবর্তন আনার চেষ্টাও চলছে। যাতে করে কোনো প্লাটফর্মে শিশু নিপীড়নের কনটেন্ট পাওয়া গেলে সেটির মালিককেও এজন্য দায়ী করা যায়। তবে সংস্থাটি জানায়, নিপীড়ন মূলত ভিডিওগুলো সারা বিশ্ব থেকেই আসছে। কিন্তু কোনো ভিডিওই যুক্তরাজ্যে ধারণ করা হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেনের কাছে ২০২২ সালের পরিসংখ্যান নেই, কিন্তু ২০২১ সালে শিশু নিপীড়নের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে সংস্থাটি জানিয়েছে। সংস্থাটির সাইবারটিপলাইন ২০২২ সালে ২৯ কোটি ৪০ লাখ প্রতিবেদন পেয়েছে। ২০২০ সালে যার পরিমাণ ছিল ২ কোটি ১৭ লাখ ছিল।