Top
সর্বশেষ

নোয়াখালীতে ‘সড়কে হয়রানির’ প্রতিবাদে সিএনজি শ্রমিকদের বিক্ষোভ

২৯ জানুয়ারি, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
নোয়াখালীতে ‘সড়কে হয়রানির’ প্রতিবাদে সিএনজি শ্রমিকদের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি: :

নোয়াখালীতে থানা ও ট্রাফিক পুলিশের হয়রানি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।

রবিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে ‘বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটি’র ব্যানারে এ অবরোধ এবং বিক্ষোভ করা হয়।

এ সময় প্রতি সিএনজি থেকে ট্রাফিক পুলিশের টোকেন মাসিক ৩০০ টাকা, সব থানায় ২০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এছাড়া মাসিক হারে চাঁদা আদায়ের পরও বিভিন্ন অজুহাতে ট্রাফিক কর্তৃক তাদেরকে হয়রানির অভিযোগ করা হয়।

বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটির সভাপতি শেখ জোবায়ের হোসেন রাসেল বলেন, নোয়াখালীতে থানা ও ট্রাফিক পুলিশের টোকেন ছাড়া কোন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারে না। জেলার সড়কগুলোতে চলাচল করতে মাসে নির্দিষ্ট টাকা চাঁদা দিতে হয় প্রত্যেক সিএনজিসহ থ্রি-হুইলার চালককে। চাহিদা মতো চাঁদা দেয়া ও গাড়ির যাবতীয় কাগজ ঠিক থাকার পরও বিভিন্ন অযুহাতে ট্রাফিক পুলিশ অটোরিকশা ধরে মামলা দিয়ে পুলিশ লাইনে আটকে রাখে। দালাল সিন্ডিকেটের মাধ্যমে ট্রাফিক বিভাগ এসব চাঁদা আদায় করে। আমরা এর পরিত্রাণ চাই।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সড়কে সিএনজি চালকদের অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার