Top
সর্বশেষ

দাউদকান্দিতে দুস্থদের মাঝে সুবিদ আলী ভূঁইয়ার অর্থ অনুদান

২৯ জানুয়ারি, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
দাউদকান্দিতে দুস্থদের মাঝে সুবিদ আলী ভূঁইয়ার অর্থ অনুদান
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলা হলরুমে এ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল আলম, কুমিল্লা উত্তরজেলা শ্রমিকলীগ সভাপতি মো. রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদ সদস্য জেবুন নেছা, ইলিয়টগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. লোকমান হোসেন মুন্সী প্রমূখ। অনুষ্ঠানে ৪৩ জন অসহায়ের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার