Top

পাবনায় চর অঞ্চলে পরীক্ষামূলক ভুট্রা চাষ শুরু

২৯ জানুয়ারি, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
পাবনায় চর অঞ্চলে পরীক্ষামূলক ভুট্রা চাষ শুরু
পাবনা প্রতিনিধি :

এক সময় পাবনার বেড়ায় চর অঞ্চলে শুধু বালি আর বালি থাকলেও এখন ছেয়ে গেছে ফসলের মাঠে।চারিদিকে তাকাতেই কৃষকের সোনালী ফসলের ক্ষেত। আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতির ফলে বদলে গেছে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের যমুনার পাড়ে চর সাফুল্লাহ অঞ্চলের মানুষের ভাগ্য। পাশাপাশি বদলে গেছে দেশের কৃষির চিত্রও। কৃষিতে এ যেন এক নীরব বিপ্লব ঘটেছে।

সরেজমিনে গিয়ে কথা হয় এ ইউনিয়নের চর সাফুল্লাহ গ্রামের পরীক্ষামূলক ভুট্টা চাষি কাদের মোল্লার সঙ্গে। তিনি বলেন, নিজ উদ্যোগে এ বছর প্রথম দুই বিঘা জমিতে ভুট্রার চাষ শুরু করেছেন। এখন পর্যন্ত ভুট্রা চাষে কোনো সমস্যার সম্মুখীন হননি। ফলন ভালো হলে আগামীতে আরো ভুট্রা চাষ বাড়ানো হবে। তিনি আরো বলেন, আমার দেখা দেখিতে অনেকেই এখন ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করছে।

জানা গেছে, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সেচ, সার ও কীটনাশক এবং পরিচর্যা বাবদ খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৪০ থেকে ৪৫ মণ। বর্তমানে প্রতি মণ ভুট্টার বাজার মূল্য ১২০০ থেকে ১৩০০ টাকা। খরচ বাদ দিয়ে এতে প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ হয় কৃষকের। স্বল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।

উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম জানান, এ উপজেলায় ২০২৩ অর্থবছরে ভুট্টা চাষের লক্ষ্য মাএা নির্ধারণ করা হয়েছে ৪০ হেক্টর জমিতে গত বছর চাষ হয়ে ছিলো ৩৫ হেক্টর জমিতে। আগামীতে আরো চাষের পরিমাণ বাড়ানো হবে।

শেয়ার