বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে দেশে মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩২ হাজার ৬৫৪ কোটি টাকা। গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) এ প্রস্তাব আসে। এতে মোট বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ৩০৩টি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠান।
বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে স্থানীয় ২৬৮টি শিল্পপ্রতিষ্ঠান, ১৬টি বিদেশি প্রতিষ্ঠান এবং ১৯টি দেশি-বিদেশি যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগ করার জন্য নিবন্ধন করেছে বিডায়। মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে ২৯ হাজার ৮ কোটি স্থানীয় বিনিয়োগ এবং ৩ হাজার ৬৪৬ কোটি টাকা বিদেশি বিনিয়োগ প্রস্তাব রয়েছে।
এতে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে সেবা খাতে। এ ছাড়া কৃষি, খাদ্য ও আনুষঙ্গিক এবং রাসায়নিক শিল্পেও উল্লেখযোগ্য হারে বিনিয়োগ প্রস্তাব এসেছে। প্রস্তাবিত বিনিয়াগের সম্পূর্ণ অর্থ বিনিয়োগ হলে অন্তত ১ লাখ ১৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।