Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে ২ গৃহবধূর আত্মহত্যা

২৯ জানুয়ারি, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে ২ গৃহবধূর আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে পৃথক দুটি স্থানে ২ গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের তারেকের স্ত্রী সাদিয়া (২০) ও একই উপজেলার চর কদমপাল গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী তারা বানু (৩৮)।

সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত উপজেলার চক শিয়ালকোল গ্রামে রোববার (২৯ জানুয়ারি) সকালে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের তীরের সাথে সাদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার দুপুরে একই উপজেলার চর কদমপাল গ্রামের গৃহবধূ তারা বানু নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ওইদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার সকালে তার লাশ উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার