২০২৩-২৪ অর্থবছরের শুল্ক, ভ্যাট ও কর-সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজনে মাসব্যাপী এ আলোচনার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এনবিআর সূত্র জানায়, শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের সাথে প্রাক বাজেট সভা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত চলবে। এবার প্রাক বাজেট আলোচনা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।
৯ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে শুরু হওয়া এ আলোচনা ২১ মার্চ শেষ হবে। এ সময় বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত প্রস্তাবনা রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষে ৯ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে প্রিন্ট-মিডিয়া মালিক সমিতির সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এবং নিউজপেপার এসোসিয়েশন অব বাংলাদেশের সাথে আলোচনায় বসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । ১২ ফেব্রুয়ারি সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বিকেলে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, লীজিং ও মার্চেন্ট ব্যাংক , ঢাকা স্টক এক্সেঞ্জ এবং চট্রগ্রাম স্টক এক্সেঞ্জ। ১৪ ফেব্রুয়ারি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ঢাকা, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। ১৫ ফেব্রুয়ারি সহায়ক পেশাজীবী সংগঠন CMAB ICAB Institute of Chartered Secretaries IAB Bangladesh VAT Professional Forum. Ernst Young Advisory Services Bangladesh Limited. এবং নির্মাণ ও অন্যান্য শিল্প ও ব্যবসা খাত। ১৬ ফেব্রুয়ারি সিলেট চেম্বার অব কমার্স এবং ইন্ডাষ্ট্রিজ ও সিলেট বিভাগের সকল চেম্বার, সিলেট বিভাগীয় ও জেলার সরকারী কর্মকর্তাবৃন্দ এবং কর শুল্ক ও ভ্যাট কর্মকর্তাবৃন্দ।
১৯ ফেব্রুয়ারি অর্থনৈতিক অঞ্চল, রপ্তানী প্রক্রিয়াজাতকরন ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ-ইন্ডিয় চেম্বার অব কমার্স, ওম্যানস চেম্বার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। ২৩ ফেব্রুয়ারি রাজশাহীতে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও রাজশাহী জেলার সকল চেম্বার, বিভাগের সকল শুল্ক,কর, ভ্যাট কর্মকর্তা। ২৮ ফেব্রুয়ারি BARVIDA, বাংলাদেশ সিরামিক মেনুফ্যাকচারার এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ লেদার গুড এন্ড এক্সপোর্ট এন্ড অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনার্স এসোসিয়েশন।
১ মার্চ বরিশাল বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং বরিশাল বিভাগের সকল জেলা চেম্বার ,বিভাগের কর, শুল্ক ও ভ্যাট কর্মকর্তাবৃন্দ। ২ মার্চ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং খুলনা বিভাগের সকল জেলা সংবাদ খুলনা বিভাগীয় সরকারি কর্মকর্তাবৃন্দ। ৩ মার্চ খুলনা বিভাগীয় কর শুল্ক ও ভ্যাট কর্মকর্তাবৃন্দ।
৫ মার্চ হোটেল রেস্টুরেন্ট , গেস্ট হাউজ ও বিবিধ সেবা, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন, ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার, কৃষি ও পল্টি তৈল,গ্যাস, খাদ্য ও পানীয়, কেমিক্যাল, ভার্নিশ, চামড়া, টয়লেটিস, ব্রিডার্স ও জুয়েলারি এফআইএ এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। ৭মার্চবিজিএমইএ,বিকেএমইএ, বিটিএমএ, বিইএ , ইআরজি, বিআইডিএস, সিপিডি, পিআরআই, পিডব্লিউসি, এসএমই, ফাউন্ডেশন। ৯ মার্চ রংপুরে রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং বিভাগের সকল জেলা চেম্বার এবং বিভাগের কর, শুল্ক ও ভ্যাট কর্মকর্তাবৃন্দ ।
১২ মার্চ বৃহৎ করদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ,বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, এমটিওবি। বাংলাদেশ চেম্বার্স অব ইন্ডাট্রিজ, ঢাকা বিভাগের সকল জেলা চেম্বার এবং ময়মনসিংহ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও ময়মনসিংহর বিভাগের সকল জেলা চেম্বার। ১৪ মার্চ রপ্তানী খাত BGAPMEA, BPGMEA, Bangladesh Society for the Change and Advocacy Nexus (B-SCAN
Bangladesh Furnituro Exporters Association. Bangladesh Furniture: Industries Association Owners e Commerce Association: of Bangladesh.এবং ই কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
১৫ মার্চ চট্রগ্রামে চট্রগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং বিভাগের সকল জেলা চেম্বার ,উইমেন্স চেম্বার। ১৬ মার্চ চট্রগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিভাগীয় ও জেলা কর, শুল্ক ও ভ্যাট কর্মকর্তাবৃন্দ। ১৯ মার্চ অটোমোবাইল ও ট্রান্সপোর্ট, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ট্রাক মালিক এসোসিয়েশন, কার্গো জাহাজ মালিক এসোসিয়েশন এবং ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যালস, কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ, এবিএমইএবি। ২১ মার্চ সিএন্ডএফ, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, ট্যাক্স ল ইয়ার্স, ইন্ডেন্টরস , বাংলাদেশ লুব ব্লেন্ডার এসোসিয়েশন, মেরিন ফিসারিজ এসোসিয়েশন, পেপার মিলস এসোসিয়েশন, বিএলডিএ, ইলেক্ট্রিক মটর পাম্প ইম্পোর্টার্স, এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন, টাইলস ডিলার্স এসোসিয়েশন এন্ড ইম্পোর্টাস এবং বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন।
এর আগে বাজেট প্রস্তুতির সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে। একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2023@gmail.com প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব (কর) শেখ মো. মনিরুজ্জামান বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।