Top
সর্বশেষ

দু’পক্ষের সংঘর্ষে কৃষকলীগ নেতা নিহত!

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
দু’পক্ষের সংঘর্ষে কৃষকলীগ নেতা নিহত!
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের এক নেতা খুন হয়েছে। নিহতের নাম আজহারুল ইসলাম নান্টু্(৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ ফেব্রুয়ারি) দাড়িদহের দপ্তরি আল আমিন(২২) ও ব্যবসায়ী শিপন’র (১৫) মধ্যে সৃষ্ট ঘটনার জের ধরে উপজেলার দাড়িদহ বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে রাত ৯টা ৩০মিনিট থেকে রাত্রী ১২টা ৩০মিনিট পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে ময়দানহাট্টা ইউনিয়নের কৃষকলীগের ৮নং ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম নান্টু (৩৫) গুরুতর আহত হয়। আহত অবস্থায় রাত্রী ২টা সময় তাকে শজিমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ময়নাতদন্ত শেষে নান্টুর লাশ মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আজহারুল ইসলাম নান্টু ময়দানহাট্টা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামের বাদশা’র ছেলে।

নিহত নান্টুর বাবা বাদশা বলেন, আমার সব শেষ হয়ে গেছে। প্রশাসনের কাছে একটাই দাবী তার যেন আমার ছেলে হত্যার প্রকৃত বিচার করেন।

ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রুপম বলেন, দাড়িদহের যুবলীগের বহিস্কৃত নেতা জাফরের বাহিনী এ হামলা করেছে এবং তারাই নান্টুকে হত্যা করেছে। শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, উপজেলার দাড়িদহ বন্দরে দু’পক্ষের সংঘর্ষে নান্টু নিহত হয়েছে। দাড়িদহের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার