বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে মানেই যেন ‘কড়া হেডমাস্টার।’ সাবেক এ লঙ্কান কোচকে টাইগার ক্রিকেটের সবাই এই নামেই চিনে। ২০১৭ সালে হুট করে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর আবারও দুই বছরের জন্য ফিরছেন টাইগার ডেরায়। তবে পুনর্বার কোচের দায়িত্ব নেওয়ার আগে কড়া হেডমাস্টার বিসিবির কাছে জুড়ে দিয়েছেন একাধিক কড়া শর্ত।
লঙ্কান কোচের প্রথম আবদার, তাকে বাৎসরিক ৩৫ হাজার ডলার বেতন দিতে হবে। সেই হিসেবে দৈনিক ১ লাখ টাকা পাবেন তিনি। এর বাইরে হাথুরুর দ্বিতীয় শর্ত বছরে তার চারটি বড় ছুটি লাগবে। যার ফলে বিসিবিকে খুঁজতে হচ্ছে অতিরিক্ত সহকারী কোচ। যিনি হাতুরের ছুটিতে দায়িত্ব পালন করবেন।
তাছাড়াও এই লঙ্কান কোচের সবচেয়ে বড় আবদার, দলের কোচের দায়িত্বেও সবার নেতা হবেন তিনি। বাকি কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফ তার অধীনে কাজ করবে।
এর সঙ্গে তিনি নির্বাচক প্যানেলকে পুনরায় দ্বিস্তর কাঠামোতে ফিরিয়ে নিতে আগ্রহী। দল নির্বাচনেও বড় ভূমিকা পালন করবেন তিনি। তাছাড়াও প্রাথমিক স্কোয়াড ঘোষণাতেও থাকবে হাথুরুর সিদ্ধান্তের প্রাধান্য। যা দেখা যাবে ঘরের মাঠ কিংবা দেশের বাইরের যে কোনও সিরিজের ক্ষেত্রে।
এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বেশ কিছু স্মরণীয় সাফল্য এনে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ওয়ানডে সিরিজ জয়ের কারিগর ছিলেন এই ‘কড়া হেডমাস্টার’। তার অধীনেই ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। হাথুরুসিংহের সময় টেস্ট ক্রিকেটেও সফলতার দেখা পেয়েছিল টাইগাররা। মিরপুরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় ও কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।
সব গুঞ্জনকে তুড়ি মেরে তিন ফরম্যাটেই টাইগারদের প্রধান কোচ থাকবেন চন্ডিকা। এর আগে ২০১৪ সালের জুনে প্রথমবারের মতো বাংলাদেশের দায়িত্ব পেয়েছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ দল সফল ছিল, পরিসংখ্যান অন্তত তাই বলে। এরপরও ২০১৭ সালের অক্টোবরে হঠাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ইতি টানেন এই লঙ্কান।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমে গতকাল (মঙ্গলবার) হাথুরুর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ২০ ফেব্রুয়ারি টাইগারদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে রিয়াদ-মুশফিকদের এই সাবেক গুরুর।