Top

৫ হাজার শিক্ষার্থীকে শীতবস্ত্র দিলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
৫ হাজার শিক্ষার্থীকে শীতবস্ত্র দিলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :

করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তিন অঞ্চলে জাগো ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার সোয়েটার বিতরণ করেছে ব্যাংকটি।

এছাড়া ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) সাথে অংশীদারিত্বে ঢাকার বিভিন্ন বস্তির অসহায় পরিবারের মাঝে এক হাজার ১০০ কম্বল বিতরণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাস চৌধুরী বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্তর্ভুক্তি নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বরাবরই সক্রিয়ভাবে কাজ করে আসছে। বিশেষ করে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট।’

‘শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ে। সে বিষয়টি বিবেচনা করে আমরা জাগো ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ক্যাম্পের সাথে অংশীদারিত্বের মাধ্যমে তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি।’

শেয়ার