Top
সর্বশেষ

আইএফসির নতুন ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
আইএফসির নতুন ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি
নিজস্ব প্রতিবেদক :

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি। বুধবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিকার্ডো পুলিতিকে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিকার্ডো পুলিতি নানা সংকট এবং অবনতিশীল বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিক্রিয়ায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি উৎসাহিত করতে এবং সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধারের জন্য কার্যকর সহযোগিতার খাত চিহ্নিত করতে আইএফসির আঞ্চলিক প্রচেষ্টা তদারকি করবেন।

এতে বলা হয়, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিগুলো কোভিড-১৯ এর ফলে বিপর্যস্ত পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া সংঘাত এবং খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যসহ বৈশ্বিক আর্থিক অবস্থার সংকোচন দ্বারা ক্ষতিগ্রস্ত। বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘গ্লোবাল ইকনোমিক প্রসপেক্টস’ রিপোর্ট অনুযায়ী দুর্বল বৈশ্বিক প্রবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, উপর্যুপরি বৈরি আবহাওয়া এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথকে হুমকির মাঝে ফেলেছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইএফসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে পুলিতি এ অঞ্চলের দেশগুলোর সীমিত আর্থিক সংস্থানের বিবেচনায় অধিকতর বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তার দিকে গুরুত্ব দেবেন।

পুলিতি বলেন, ‘এই বছর বিশ্ব অর্থনীতি নানা বিরূপ পরিস্থিতির মুখে থাকায় এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন চাঙ্গা করতে অধিকতর বেসরকারি বিনিয়োগ জরুরি। নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এবং প্রণোদনা দিতে সঠিক নীতি গ্রহণের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলো তাদের বড় অংকের বিনিয়োগ চাহিদা পূরণে সহায়তার জন্য বেসরকারি খাতে অর্থায়নকে ব্যবহার করতে পারে।’

তিনি বলেন, ‘বাস্তবতা হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ গত দুই দশকে বিশ্বের বাকি অঞ্চলের গড় হারের নিচে রয়ে গেছে। এ থেকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। কারণ, ইতিহাস আমাদের বলে যে, শক্তিশালী বিনিয়োগ প্রবৃদ্ধি লভ্যাংশ দেয়। এটি জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের জন্য, পরিচ্ছন্ন, নবায়নযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি উন্নয়নে এবং একই সঙ্গে এ অঞ্চলের জনগণের জন্য ডিজিটাল অবকাঠামোর সুযোগ সৃষ্টির জন্যও অতীব জরুরি।’

পুলিতি আরও বলেন, ‘এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জলবায়ু অভিঘাতের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি, যা কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে। অঞ্চলটিতে ট্রিলিয়ন-ডলারের বিশাল অবকাঠামো ঘাটতি দূর করা প্রয়োজন, যা মানুষের মৌলিক পরিষেবা প্রাপ্তিকে সীমিত করে। লিঙ্গ সমতা, ডিজিটাল প্রবৃদ্ধি এবং পুঁজি সংগ্রহ মূল অগ্রাধিকার। এজন্য আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ছোট ব্যবসার জন্য পুঁজির জোগান বাড়াতে কাজ করে চলেছে আইএফসি। কারণ, এগুলোই এ অঞ্চলে প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের চালিকাশক্তি।’

পুলিতি একজন ইতালীয় নাগরিক, তিনি সম্প্রতি বিশ্বব্যাংকে অবকাঠামোর জন্য দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি উন্নয়নশীল ও উদীয়মান বাজারে কার্যকর অবকাঠামো গড়ে তোলার জন্য ব্যাংকের বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। এর আগে পুলিতি আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক, অবকাঠামো, হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে এনার্জি অ্যান্ড এক্সট্র্যাক্টিভস বিভাগের গ্লোবাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বিশ্বব্যাংকে যোগদানের আগে পুলিতি ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শেয়ার