Top

গৃহবধূ হত্যার মামলায় গ্রেফতার ৪

০২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
গৃহবধূ হত্যার মামলায় গ্রেফতার ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চম সারটিয়ার চর গ্রামে গরু চুরি করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপা দিয়ে গৃহবধু হত্যার ঘটনায় ৪ গরু চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। বুধবার রাতভর সিরাজগঞ্জ ও টাংগাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত গরু চোররা হলো-সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মৃত আবুল শেখের ছেলে মোঃ লতিফ হোসেন (৪৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চন্ডীবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আঃ ছালাম (৩৮) ও টাংগাইল জেলার ধনবাড়ি উপজেলার বারইপাড়া গ্রামের মোঃ জহুর উদ্দিনের ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৪)। বৃহস্পতিবার বেলা ১১টায় র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারূফ হোসেন পিপিএম এক বিশেষ প্রেস ব্রিফিং ও প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চম সারটিয়ার চর গ্রামে মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাতে চোরেরা রাস্তার ধারে কৃষক আমির চাঁনের বাড়িতে পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে যায়। তারা গোয়াল থেকে গরু খুলে পিকআপভ্যানে তোলার পর গৃহবধূ সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের গরু চোরদের ধাওয়া করে এবং থানায় ফোন দেয়।

এসময় চোরেরা পিকআপ ভ্যান দিয়ে তাদের চাপা দিয়ে দুটি গরু নিয়ে পালিয়ে যায়। এতে গৃহবধ‚ সেলিনা খাতুন (৪৪) ঘটনাস্থলেই নিহত ও তার ছেলে জুবায়ের (২২) আহত হয়। পুলিশ দ্রæত ঘটনাস্থলে যাওয়ার পথে চর সারটিয়া নামকস্থানে দুটি গরুসহ পিকআপ ভ্যান উদ্ধার করে। এ সময় বিশেষ কৌশলে চোরেরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের স্বামী আমির চাঁন বাদী হয়ে থানায় দস্যুতা ও হত্যা মামলা দায়ের করে। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমেও ব্যাপক ভাবে প্রকাশিত হয়। এ মামলার পলাতক আসামি গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ও র‌্যাব গোয়েন্দা শাখার সার্বিক সহযোগীতায় বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার