Top
সর্বশেষ

সোনাগাজীতে মসজিদের ভুমি জবরদখলের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

০৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
সোনাগাজীতে মসজিদের ভুমি জবরদখলের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন
ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের পুর্বসুজাপুর মৌলভী ওসমান গণি ভুঁঞা জামে মসজিদের ৭০বছরের মালীকীয় ভুমি জবরদখলের প্রতিবাদে স্থানীয় নুর আলম প্রকাশ মিয়া কোম্পানী গংদের দৃষ্টান্তমুলক বিচার দাবীতে শুক্রবার জুমার নামাজ শেষে মানববন্ধন করেছেন মুসল্লীরা।

পুর্বসুজাপুর সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুর নবী খাঁনের সভাপতিত্বে ও ওসমান গনি ভুঞা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি আবদুর শুক্কুর, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম কাজী, সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল, মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন।

মানববন্ধনে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল কালাম ছুট্টু, উপদেষ্টা মোস্তফা মিয়া, ব্যবসায়ী আহসান উল্লাহ, মসজিদের মোয়াজ্জম নুর মো আরিফ, সদর ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক- কামাল উদ্দিন মেস্ত্রী সহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহন করেন।

এসময় বক্তাগণ বলেন, মসজিদের ৭০ বছরের মালীকীয় ও দখলীয় ভুমি পেশিশক্তির বলে খনন করে জবর দখল করে চিহ্নিত ভুমিদস্যু মিয়া কোম্পানী ও তার সহযোগিরা। উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা টাকার বিনিময়ে মিয়া কোম্পানীকে সহযোগীতা করার অভিযোগ করেন তারা। প্রতিকার পেতে ফেনী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং আদালতে মামলা করেছেন। আদালত নিষেধাজ্ঞা দিলেও মিয়া কোম্পানী আমলে না নিয়ে প্রশাসনের সহায়তায় মসজিদের জমি খননের পর জবরদখল করেন। তাদের দাবী মিয়া কোম্পানী সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। দলীয় পরিচয় বহন করে প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করছেন।

অভিযোগ অস্বীকার করে নুর আলম প্রকাশ মিয়া কোম্পানী জানায়, যারা তাকে জমি কিনে দিয়েছেন তাদের কয়েকজন তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তার ক্রয়কৃত জায়গা তিনি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন।জমির বর্তমান ক্রেতা ওই জমিতে কি করছে সেটা তার বিষয়। মান সন্মান নষ্ট করার হীন চেষ্টার জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি।

শেয়ার