রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড়ে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এ সমাবেশে বিভাগের আট জেলা থেকে অন্তত এক লাখ নেতাকর্মী অংশ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। নগরীর কোনো মাঠে এ সমাবেশের জন্য অনুমতি না পেলেও সোনাদিঘী মোড়ের তিন রাস্তা কেন্দ্রিক এটি অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস প্রধান অতিথি থাকবেন। এছাড়াও রাজশাহীসহ আট জেলার নেতারা উপস্থিত থাকবেন।
রাজশাহী মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, বিভাগীয় সমাবেশের জন্য আমরা মাদ্রাসা মাঠ চেয়েছিলাম। কিন্তু সেটি দেওয়া হয়নি। নগরীর সোনা দিঘীর মোড়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখানেই আমরা লক্ষাধিক মানুষ সমাবেশ করবো।
নগরীতে নগর আহবায়ক এ্যাড: এরশাদ আলী ঈশা নেতাকর্মীদের নিয়ে কর্মী মিটিং করছেন। এ সভায় যোগ দিচ্ছে মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, এ্যাড: শফিকুল হক মিলন, নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, আশরাফ জামান আবুসহ নেতাকর্মীরা।
এদিকে, বিএনপির এ সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা তৎপরতা। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম।