Top
সর্বশেষ

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২

০৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২
নোয়াখালী প্রতিনিধিঃ :

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল চন্দ্রগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইকবাল হোসেন রাজিব (২৩) ও এমরান হোসেন (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও দুটি মোবাইল জব্দ করেছে।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন, চন্দ্রগঞ্জ এলাকার দেওপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন রাজিব ও দক্ষিণ মান্দারি গ্রামের আবদুর রহিমের ছেলে এমরান হোসেন।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে মারামারি, দাঙ্গা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়ে আসছিলো। মানুষকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রর্দশন করতো তারা। র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অস্ত্রধারিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার