Top
সর্বশেষ

গুলি করে নামালো চীনের ‘স্পাই বেলুন’

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
গুলি করে নামালো চীনের ‘স্পাই বেলুন’
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রধান কয়েকটি সামরিক স্থাপনার বিষয়ে গোয়েন্দা তথ্য নিতে আকাশে উড়তে থাকা বিশাল চীনা বেলুনটিকে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর।

প্রতিরক্ষা বিভাগ আরও জানায় যুক্তরাষ্ট্রের জলসীমার উপর দিয়ে আকাশে উড়তে থাকা বেলুনটিকে তাদের ফাইটার জেট গুলি করে নামিয়েছে। খবর বিবিসির।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে মানুষবিহীন বেসামরিক এয়ারক্রাফট আক্রমণ করতে শক্তি প্রয়োগের প্রতিবাদ জানিয়েছে।

মার্কিন টিভির ফুটেজে দেখা যায় ছোট বিস্ফোরণের পর বেলুনটি আটলান্টিক মহাসাগরের পানিতে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৯ মিনিটে বেলুনটি ধ্বংস করতে একটি এফ-২২ ফাইটার কেবল মাত্র একটি এআইএম-৯এক্স সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। কর্মকর্তারা আরও জানান, বেলুনটির ছিন্নভিন্ন অংশ দক্ষিণ ক্যারোলিনার মার্টল সমুদ্র সৈকতে নেমে আসে।

বিপি/এএস

শেয়ার