Top
সর্বশেষ

৫০ শতাংশ দর বেড়ে শীর্ষে লাভেলো

১০ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
৫০ শতাংশ দর বেড়ে শীর্ষে লাভেলো
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ৫ বারে ১৭ হাজার ৯০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য২ লাখ ৭ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা গোল্ডেন সনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭২ বারে ৩৬ লাখ ১৮ হাজার ১৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ২হাজার ৮ বারে ২১ লাখ ৯৬ হাজার ৪২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বেক্সিমকোর ৬ দশমিক ৫৫ শতাংশ, রবি আজিয়াটার ৬ দশমিক ১৬ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫ দশমিক ৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪৭ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪ দশমিক ৫৪ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৪ দশমিক ৫০ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

শেয়ার