Top
সর্বশেষ

বিপিএল খেলে দেশে ফিরেই সুখবর পেলেন নাসিম

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
বিপিএল খেলে দেশে ফিরেই সুখবর পেলেন নাসিম
স্পোর্টস ডেস্ক :

বিপিএল খেলে দেশে ফেরার এক সপ্তাহ পেরোয়নি। এর আগেই দারুণ এক সুখবর পেলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে তরুণ এ গতিতারকাকে। বেলুচিস্তান পুলিশের ডিএসপি বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিম।

শুধু ডিএসপিই নয় বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করবেন নাসিম। রোববার আনুষ্ঠানিকভাবে নাসিমকে এই সম্মানে ভূষিত করেছে বেলুচিস্তান পুলিশ।

অনুষ্ঠানে সবার প্রতি আন্তরিকতা প্রকাশ করে নাসিম বলেন, ‘ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমি দুষ্টুমি করলে আমার বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে যত বড় হয়েছি, ধীরে ধীরে ভয় কেটেছে। আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে, তা আমি উপলব্ধি করতে পেরেছি। তারা কেবল আমাদের জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন না, আমাদের কাছে বিভিন্ন সেবা সহজভাবে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রমও করেন।’

পাকিস্তানি ক্রিকেটারদের শুভেচ্ছাদূত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জুলাইয়ে পেসার শাহিন শাহ আফ্রিদিকে শুভেচ্ছাদূত বানায় খাইবার পাখতুনখোয়া পুলিশ।

শেয়ার