Top
সর্বশেষ

‘‘বঙ্গবন্ধুর কন্যা দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা’’

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
‘‘বঙ্গবন্ধুর কন্যা দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা’’
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, দেশের প্রাচীন জেলা কুমিল্লা। এখানে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের মতবিনিময় সভায় জানাতে চাই, আজকে আমরা স্বাধীনতার ৫২ বছর পরে পাকিস্তান থেকে অনেক এগিয়ে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছিলেন, তারই কন্যা শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছেন। পৃথিবীতে ২১৫টি দেশ রয়েছে। তার মধ্যে ৩৩তম শক্তিশালী দেশ হিসেবে আমরা পারমাণবিক চুল্লী স্থাপন করতে পেরেছি। ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকার প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এবং আমরা দাতাদের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু করতে পেরেছি। আজকে আর সেদিন নাই, তলাবিহীন ঝুঁড়ি এখন আর বাংলাদেশ নয়।

আজ সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর দাউদকান্দি উপজেলায় আগমন উপলক্ষে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিঁনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে, আমাদেরকে টেকসই উন্নয়ন করতে হবে। মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও সুষম খাদ্য বাস্তবায়ন করতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে চাই, আর সেটাই হলো ‘‘স্মাট বাংলাদেশ’’।

চতুর্থ শিল্পবিপ্লবের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। দেশে শিল্পায়নকে এগিয়ে নিতে ইকোনোমিক ও হাইটেক্ পার্ক নির্মাণ করা হচ্ছে। যাতে বিদেশ থেকে কাজ আনতে পারি এবং আমাদের যুব শক্তি বৃদ্ধি পাবে। আমাদের মানষিকতা পরিবর্তন করতে হবে। কর্মমুখী শিক্ষা গ্রহন করতে হবে। তাহলেই আমরা হাইটেক্ পার্ক বাস্তবায়ন করতে পারবো। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারবো। মতবিনিময় সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী সুমন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূঁঞা, কৃষি কঅমকর্তা শেখ বিবুল হোসেন, ডা: মো. তৌহিদ আল হাসান, ইউপি চেয়ারম্যান নোমান সরকার, বাসুদেব ঘোষ, সাংবাদিক হাবিবুর রহমান, গোরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, কামরুল হাসান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম।

শেয়ার