Top

সালতা ক্যাপিটালকে ৫০ লাখ টাকা জরিমানা

৩০ জুলাই, ২০২০ ৮:০৫ পূর্বাহ্ণ
সালতা ক্যাপিটালকে ৫০ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্রেক হোল্ডার সালতা ক্যাপিটালকে ৫০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ জুলাই) বিএসইসির ৭৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, সালতা ক্যাপিটাল বিনিয়োগকারীদের টাকা নিজের ব্যবহারের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ায় কনস্যুলিটেড কাস্টমারস ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৩০ জুন, ২০১৪ সালের ৩০ জুন এবং ২০১৫ সালের ৩০ জুন অর্থের ঘাটতি দেখা যায়।

এছাড়া কোম্পানিটি বিনিয়োগকারীদের সিকিউরিটিজগুলোর রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করতে ব্যর্থ হয়েছে। এ সব অপরাধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার