Top
সর্বশেষ

নোয়াখালীতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
নোয়াখালীতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে মালবোঝাই হ্যান্ড-ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহাদাত হোসেন (১৭) ও ফরহাদ হোসেন (১৬) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে একরাম নগর-পাঙ্খার বাজার সড়কের সিদ্দিক মেম্বারের দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হাসপাতাল নেওয়ার পথে সাড়ে ৯টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে শাহাদাত ও রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় ফরহাদ।

নিহতরা হচ্ছেন, শাহাদাত হোসেন চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মধ্যবেগ্যা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। ও নূর আলমের ছেলে ফরহাদ হোসেন। তারা দুইজন চলতি বছরে স্থানীয় পাঙ্খার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ চাচিকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মোটরসাইকেল যোগে রাতে বাড়ি যাচ্ছিলেন শাহাদাত ও ফরহাদ। পথে তাদের মোটরসাইকেলটি একরাম নগর-পাঙ্খার বাজার সড়কের সিদ্দিক মেম্বারের দোকান এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সার বোঝায় করে ছেড়ে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, নিহতদের মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার