Top
সর্বশেষ

জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ, নারীসহ আহত ২

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ, নারীসহ আহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি :

কমল নগর উপজেলায় সম্পত্তি ক্রয়ের বায়না চুক্তি করে প্রতারক চক্রের খপ্পরে পড়েছে ব্যবসায়ী গিয়াস উদ্দিন নিরব তালুকদার পরিবার। বায়না শর্তের সাড়ে ৩৫ লাখ টাকার মধ্যে ১০ লাখ ৮৯ হাজার টাকা গ্রহণ করেও চুক্তি গ্রহীতাকে নির্ধারিত সময় জমির রেজিস্ট্রি না দিয়ে জাপর গ্রুফ, আলম গ্রুফের কাছে ৮৫ শতক জমি বিক্রয় করে দেয় প্রতারক মোজ্জাম্মেল হক সেলিম। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যবসায়ী গিয়াস উদ্দিন গত ২০২০ সালে প্রতারক মোজ্জাম্মেল হক সেলিমের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ৬২৯।

এ ঘটনাকে কেন্দ্র করে, দেলোয়ার হোসেন, মনির হোসেন, মনজু হোসেন, জাফর আহমেদ, নুর আলম,সারু, সিরাজ, মাকছুদুর রহমান, হোসেনসহ গতকাল মঙ্গলবার সকাল ৮ ঘটিকার দিকে চরজাঙ্গালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাহার মেম্বার বাড়ির পশ্চিম পাশে কবরের স্থান এলাকায় আলম, জাপর গ্রুফ দলবল নিয়ে নিরবগণদের দখলীয় সম্পক্তি জবর দখল করার চেষ্টা করে। এতে জমির মালিক নিরব তালুকদার বাঁধা দিলে সন্ত্রাসী কায়দায় লোহার রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এতে স্ত্রী ফারহানা আক্তার বাঁধা দিলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে শ্লীলতাহানি করার চেষ্টা চালায়। পরে ৯৯৯তে ফোন দিলে পুলিশের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রতারক চক্রের হোতা কমলনগর উপজেলার হাজীর হাটের সেলিম জমির বায়না চুক্তির গ্রহীতাকে জীবননাশের হুমকি-ধামকি দিয়ে আসছেন। জীবনের নিরাপত্তার চেয়ে কমলনগর থানায় ২০২২ সালে একটি সাধারণ ডায়েরি করেন নিরব তালুকদার। যাহার ডায়রী নং ৮০৯।

হাসপাতালে আহত নিরব তালুকদার তার স্ত্রী ফারহানা আক্তার জানিয়েছেন, চর জাঙ্গালিয়ার মৌজার ৪২৭১ নং খতিয়ানে রের্কডিয় মালিক রুহুল আমিন থেকে খরিদ সূত্রে মালিক মোজ্জাম্মেল হক সেলিম তার থেকে গত ২০১৯ সালে একখানা বায়নাচুক্তি নামা সম্পাদনা করেন নিরব তালুকদার গংরা। নালিশি দাগে স্থাপনাসহ ভোগ দখল করে বসবাস করেন নিরব তালুকদাররা।

উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে প্রতারক মোজাম্মেল হক সেলিম সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভাব হয়নি । এ বিষয়ে কমলনগর থানায় বৃহস্পতিবার ১০ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গিয়াসউদ্দিন নিরব তালুকদার।

শেয়ার