Top
সর্বশেষ

কুমিল্লা বোর্ডে এ প্লাস পেয়ে শীর্ষে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২২ অপরাহ্ণ
কুমিল্লা বোর্ডে এ প্লাস পেয়ে শীর্ষে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ
মুরাদনগর প্রতিনিধি :

২০২৩ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পাসের হার শতকরা ৯০.৭২ শতাংশ। এ বছর মোট ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন এবং ৭৭ হাজার ৯০৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। জিপিএ-৫ পেয়েছেন মোট ১৪,৯৯১ জন। একক প্রতিষ্ঠান ভিত্তিক ৪১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা হয়েছেন মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ। এই কলেজ থেকে এইচএসসি ৭০৯ জন পরিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০৪ জন। তার মধ্যে A+ পেয়েছে ৪১২ জন এবং গড় ৯৯.২৯ শতাংশ পাস করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন, মানবিক থেকে ২২০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং ব্যবসা শিক্ষায় ১৪৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন এবং অকৃতকার্য হয়েছেন মাত্র ৫ জন। পাসের হার ৯৯.২৯ শতাংশ, সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কুমিল্লা বোর্ডে ৫ম বারের মত শীর্ষ স্থান অর্জনে রেকর্ড সৃষ্টি করেছে।

এই সাফল্যের পিছনে প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মজিদ স্যারের দিক নির্দেশনায় ও কলেজ পরিচালনা পরষদ এবং শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় বোর্ড সেরা ফলাফল অর্জন করতে পেরেছি। এছাড়াও সুপরিকল্পিত তত্ত্বাবধান, সার্বক্ষণিক নজরদারী, শিক্ষক মন্ডলীগণের নিয়মিত ক্লাস, টিউটোরিয়াল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা গ্রহণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসসহ শতভাগ উপস্থিতি, ক্লাসের বাইরে হোস্টেলে নিবিড় পরিচর্যা, অভিভাবকদের সচেতনতা, সর্বোপরি পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা এবং বছরের শুরুতেই তাদের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়ে থাকে। বর্তমানে ১১ টি ছাত্রীনিবাসে মোট ২৭১ জন ছাত্রী ও ২৩ টি ছাত্রাবাসে ৫৫০ জন ছাত্র নিয়মিত অধ্যয়নের সুযোগ আছে। অধ্যক্ষের নেতৃত্বে মোট তিনটি টিমের মাধ্যমে প্রতিদিন নিয়মিত হোস্টেলগুলো পরিদর্শন করা হয়।

অধ্যাপক আবদুল মজিদ কলেজটি ১৯৯৫ সালে ২৪ মার্চ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রাচীন জনপদ রামচন্দ্রপুরে প্রতিষ্ঠাতা করেন হোমনা উপজেলার কৃতি সন্তান ও পপি লাইব্রেরির স্বত্বাধিকারী , শিক্ষা গবেষক আলহাজ্ব অধ্যক্ষ মো. আবদুল মজিদ । প্রথম ব্যাচ ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে ৭৬৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটির যাত্রা শুরু করে। ১৯৯৭ সালে এইচএসসি ফলাফলে এই কলেজের ৭ জন শিক্ষার্থী কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় স্থান করে এখন পর্যন্ত সাফল্যের ধারা অব্যাহত রেখে চলছে।

শেয়ার