Top

ঝিনাইদহে শত্রুতার জেরে কলা গাছ কর্তন

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
ঝিনাইদহে শত্রুতার জেরে কলা গাছ কর্তন
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকূপায় পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ধরন্ত ১০০ টি কলা গাছ কর্তন করছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটছে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদী গ্রামের কাজী শিমুলের কলা বাগানে।

এই বিষয়ে ভুক্তভোগী কাজী শিমূল কান্না জড়িত কন্ঠে বলেন, তিনি অতি দরিদ্র একজন কৃষক। তিন সন্তান ও স্ত্রীকে কে নিয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। গত রাতে কে বা কাহারা শত্রুতামূলক ভাবে তার ১৫ শতাংশ জমির ধরন্ত ১০০ টি কলা কাছ কেটে দিছে। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কলা গাছ কাটার বিষয়টি তিনি জানতে পেরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন। ভুক্তভোগীর নিকট থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্য দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার