Top
সর্বশেষ

‘বাংলাদেশে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বাস করেছে’

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
‘বাংলাদেশে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বাস করেছে’
চট্টগ্রাম প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বলেছেন, সকল ধর্মের বানী হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠা আমরাও চাই তবে তার জন্য আমরা ধর্ম প্রচারে কতটুকু কাজ করছি। আমাদের উচিৎ বিশ্বময় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিতে সকলের ধর্ম প্রচারে কাজ করা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পুনঃনির্মিত তালসরা আনন্দরাম বিহার উৎসর্গ ও ধর্মদূত জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসবের দুই দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ একটি ধর্মীয়ভাবে রোল মডেল হিসেবে বিশ্বে দরবারে পরিচিত। এটি আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ কি শান্তিতে বসবাস করে এটি বিশ্বে দৃষ্টান্ত। আমাদের উচিৎ হবে ধর্মে ফিরে আসা। ধর্মের জন্য কাজ করা। তাহলে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জিনানন্দ মহাথের।

তালসরা আনন্দরাম বিহারসংলগ্ন মাঠে দুই দিনব্যাপী বৌদ্ধ মহা সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক বাবুল। শীলরক্ষিত মহাস্থবির, বোধিরতন মহাথেরো, জ্ঞানরক্ষিত মহাথেরোসহ দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা।

শেয়ার