সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের শিক্ষার্থী ২ জমজ ভাই এবার এইচএসসি পরীক্ষায় (গোল্ডেন) জিপিএ-৫ পেয়েছে। তারা হলো-ওই উপজেলার ভূঞাগাঁতী গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে রূপম মাহমুদ (১৮) ও রিদম মাহমুদ (১৮)। ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছে জানান, ওই ২ জমজ ছাত্র এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে (গোল্ডেন) জিপিএ-৫ পেয়েছে। তারা এসএসসি ও জেএসসি পরীক্ষায় গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল।
বাবা হারা এ ২ জমজ ভাই পড়াশোনার সাথে ক্রিকেট খেলা ও কবিতা লেখালেখি করে। তাদের বাবা ২০১৯ সালের আগস্ট মাসে মারা যান। বাবা হারা এ ২ জমজ ছেলে (গোল্ডেন) জিপিএ-৫ পাওয়ায় কলেজ পাড়ায় আনন্দের সৃষ্টি হয়েছে। এদিকে ওই ২ জমজ ভাই বলেন, এ কৃতিত্ব অর্জনের দিনে বাবার কথা খুব মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল ২ ভাইকে মেডিকেলে পড়াবে। বাবার সেই স্বপ্ন প‚রণে মেডিকেলে ভর্তির জন্য পড়াশোনা করছি। শিক্ষকদের পাশাপাশি মা আমিনা আমাদের পড়াশোনার উৎসাহ দিচ্ছেন। এদিকে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জমজ ২ বোন আয়শা আক্তার জেরিন ও কানিজ ফাতেমা জেরিফা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
তারা উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের কাইয়ুম হোসেন জুয়েলের মেয়ে। তারা ২ বোন বিজ্ঞান বিভাগ থেকে এ কৃতিত্ব অর্জন করেছে। এর আগে এসএসসিতেও তারা জিপিএ-৫ পেয়েছে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জমজ এ ২ দুই বোনের মধ্যে অদ্ভুত মিল রয়েছে এবং তাদের কথাবার্তা চলাফেরা সবই একই রকম। জমজ এ ২ বোন কলেজের গর্ব। ২ বোন জিপিএ-৫ পাওয়ায় কলেজ পাড়া ও তাদের পরিবারসহ আত্মীয়-স্বজন সবাই এখন আনন্দিত। এ ২ বোন মেডিকেলে পড়ার জন্যও কোচিং করছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।