চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপিসহ বজলার রহমান বজু (৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মনাকষা বাজারের অনিক স্কুলের উত্তর পাশের আম বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত বজু উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত জুন্নুর রহমানের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আম বাগানে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এতে আরও বলা হয়, এই এলাকায় তার একটি বৃহদাকার সিন্ডিকেট চক্র রয়েছে যারা প্রধানত মাদক ব্যবসায় এবং চোরাকারবারিদের জালনোট সরবরাহ করে থাকে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।