Top
সর্বশেষ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি :

লবণের পানিতে পিচ্ছিল আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়ক যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। পিচ্ছিল এ সড়কে কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নাজির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুত্রবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত নাজির উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার মো. মালেকের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি দ্রুত গতির প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএসজি যাত্রী মো. নাজিরকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। পরে চমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পিএবি সড়কে চলাচলকারী পথচারীরা বলেন, ইদানিং এই সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে। যার অন্যতম প্রধান কারণ বাঁশখালী ও মহেশখালী হতে আসা শহরগামী লবণের ট্রাক থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়ক। তারা আরো বলেন, লবণের পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় গত ২৭ জানুয়ারি জমির উদ্দীন নামে একই ইউনিয়নের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

শেয়ার