Top
সর্বশেষ

হাজীগঞ্জে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
হাজীগঞ্জে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তাদের কাছে থাকা চোরাইকৃত একটি সিএনজি, পাঁচটি ব্যাটারি চালিত অটোরিক্সা ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের নগদ সাতান্না হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনার করে তাদেরকে গ্রেপ্তার করে ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত চোর চক্রের চার সদস্যরা হলো- দক্ষিণ বলাখাল বেপারী বাড়ীর শফিকুল ইসলাম সুমন(৪৩), একই এলাকার সর্দার বাড়ীর রাসেল সর্দার (২৮), মুন্সী বাড়ীর আল আমিন এর ভাড়াটিয়া শফিকুল ইসলাম সুজন(৪৩), কুমিল্লা জেলার জহিরুল ইসলাম(২৩), একই জেলার আব্দুর রহমান (২৫)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শেয়ার