Top
সর্বশেষ

বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট: টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

১১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট: টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে পুরো আধিপত্য বিস্তার করলেও শেষ বিচারে হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচ বাংলাদেশের জন্য ঘুরে দাড়ানোর বিকল্প নেই।

ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে বাংলাদেশের টেস্ট একাদশে এসেছে তিন পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া ওপেনার সাদমানের জায়গায় ব্যাট করবেন সৌম্য সরকার।

মিডল অর্ডারে সাকিব আল হাসানের জায়গা নেওয়া হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। এছাড়া মুস্তাফিজের জায়গায় দলে ঢুকেছেন আবু জায়েদ। ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে এক পরিবর্তন। কেমার রোচের জায়গায় খেলবেন পেসার আলজারি জোসেপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদি মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, জোহান ক্যাম্পবেল, শাইনি ময়েসলি, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্লাকউড, জসুয়া ডি সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেপ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।

শেয়ার