Top
সর্বশেষ

বাড্ডায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার বিষপানে আত্মহত্যা

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
বাড্ডায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার বিষপানে আত্মহত্যা

রাজধানীর মধ্য বাড্ডার পোস্ট অফিস গলি এলাকায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকা সাদিয়া খাতুন (১৪) বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত সাদিয়া খাতুনের বাবা হোসেন আলী বলেন, আমার মেয়ে একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিল। সে একটি ছেলেকে ভালোবাসতো। ওই ছেলেটি অন্য জায়গায় বিয়ে করেছে এমন খবর পায় আমার মেয়ে। পরে সে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা মধ্য বাড্ডা পোস্ট অফিস গলি এলাকায় শান্ত মিয়ার বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আড়াইবাড়িয়া গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি বাড্ডা থানাকে জানিয়েছি। বিষয়টি তারাই তদন্ত করছেন।

শেয়ার