পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও আলহাজ্ব টেক্সটাইল রোববার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আগামী ১৪ তারিখ থেকে স্পট মার্কেটে লেনদেন করবে এবং শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।
অপরদিকে, আল-হাজ্ব টেক্সটাইলের লেনদেন ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড ডেটের পর স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানি ২টির লেনদেন।