Top
সর্বশেষ

ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের উন্নয়নের মূল শক্তি

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের উন্নয়নের মূল শক্তি
নিজস্ব প্রতিবেদক :

দেশের উন্নয়নের মূল শক্তি হিসেবে ক্ষুদ্র উদ্যোক্তারাই কাজ করে থাকে। সরকার থেকে পর্যাপ্ত সহায়তা পেলে এ খাত আরও উন্নতি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল হাসান সাকীব।

রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠিত ‘প্রথম ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন-২০২৩’ এ বক্তব্য প্রদানের সময় তিনি এ কথা বলেন। সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনটির দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে বিডব্লিউওয়াইইএফ’র প্রায় তিন শতাধিক উদ্যোক্তা সম্মেলনে অংশগ্রহণ করে।

বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল হাসান সাকীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান।

বিডব্লিউওয়াইইএফ’র কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল হাসান সাকীব বলেন, শুধুমাত্র বড় ব্যবসায়ীদের প্রণোদনা দিয়ে, লোন দিয়ে সহযোগিতা করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের উন্নয়নের মূল শক্তি। তাদেরকেই সরকারি সহায়তা এবং প্রশিক্ষণ আরো বেশি দরকার। প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে সকল উদ্যোক্তাদেরে সততার সঙ্গে ব্যবসা করতে হবে। পাশাপাশি আগামীর দিনে আরও নতুন নতুন পণ্য উৎপাাদনে দক্ষতাও বৃদ্ধি করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান বলেন, চলতি অর্থবছরে আরো ৮টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে আইএসও সনদ অর্জনে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের লক্ষ্য বেশি বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করা। এতে করে যেমন নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে তেমনি খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শস্য সংগ্রহোত্তর ক্ষতি কমানো যাবে। আমাদের অনেক প্রক্রিয়াজাত পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে এসব পণ্যের ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা গেলে আমাদের যেমন আমদানি খরচ কমবে তেমনি খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দীর্ঘদিন খাদ্যের পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ রাখা যাবে।

উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, কভিড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেয় সুন্দর ভাবে সার্থকভাবে সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে উদ্যোক্তারা কাজ করে যাচ্ছে। এতদিন আপনারা নিজে উদ্যোক্তা তৈরি করেছেন, এবার নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে।

এ সময় তিনি আরো বলেন, চাকরি করা থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো, চাকরিতে অনেক লিমিটেশন থাকে, কিন্তু উদ্যোক্তাদের থাকে “স্কাই ইজ দ্যা লিমিট।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের এন্টারপ্রেনারশিপ ইকো- সিস্টেম প্রোগ্রাম স্পেশালিস্ট, ফিউচারনেশন ন্যাশনাল কনসালটেন্ট ও উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক জাকের হোসেন, এবাকাস আইটির চেয়ারম্যান জহির ইকবাল, ডিজিটাল পল্লী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ, নারী উদ্যোক্তা সাগুফতা সুলতানাসহ বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

শেয়ার