Top
সর্বশেষ

সময় টেলিভিশনের বার্তা প্রধানকে পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
সময় টেলিভিশনের বার্তা প্রধানকে পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধিঃ :

সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকার এর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলমগীর ইউছুফ, সহ-সভাপতি শাহ এমরান মোঃ সুজন, ক্রীড়া লেখক সমিতির সভাপতি সামছুল হাসান মীরন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাবেক সভাপতি ও ৭১ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক দিশারি সম্পাদক আকাশ মোঃ জসীম প্রমুখ।

মানববন্ধনে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম, নোয়াখালী কবিরহাট প্রেসক্লাব, কোম্পানিগঞ্জ প্রেসক্লাব, সেনবাগ প্রেসক্লাব ও নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানি বন্ধ সহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা।

 

শেয়ার