Top

চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম নির্মাণ পরিদর্শনে এমপি ওদুদ

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম নির্মাণ পরিদর্শনে এমপি ওদুদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের ৪৫ ভাগ কাজ হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকার ৫’শ মিটার ভাটিতে রেহাইচরের প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এ প্রকল্পের নির্মাণ কাজ দ্রুততার সাথে শেষ করার তাগিদ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। রাবার ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে পানির প্রবাহ ঠিক থাকবে এবং সেচ কাজে নদীর পানি ব্যবহার করতে পারবে। রাবার ড্যাম নির্মিত হলে এ অঞ্চলের কৃষিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন, রাবার ড্যাম তার মধ্যে এটি তাঁর সাক্ষি হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, এ প্রকল্পে যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেসব ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা অতি অল্প সময়ের ক্ষতিপূরণ পেয়ে যাবে। এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, ইতোমধ্যে কাজের অগ্রগতি ৪৫ ভাগ হয়েছে। রাবার নির্মিত হলে দু’দিকে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। জমি অধিগ্রহণ পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এবং জমি অধিগ্রহণসহ প্রকল্পটি সংশোধন করে ২৬৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। রাবার ড্যাম প্রকল্পটির নির্মাণ কাজ চলতি সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন প্রমুখ।

শেয়ার