Top
সর্বশেষ

চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু ১৬ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু ১৬ ফেব্রুয়ারি
চট্টগ্রাম প্রতিনিধি: :

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০২৩ শুরু হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম এ তথ্য জানান।

চেম্বার সভাপতির স্বাগত বক্তব্যের পর লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান একেএম আকতার হোসেন। এসময় চেম্বারের সহ-সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ তানভীরসহ মেলা কমিটির কো-চেয়ারম্যানদের সঙ্গে সদস্যগণও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের অন্যতম প্রাচীন ও শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসা- বাণিজ্য, শিল্পায়ন, আমদানি-রপ্তানি, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করে চলছে। চেম্বারের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম পলোগ্রাউন্ডে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসএমই মেলা ও আইটি মেলা নিয়মিত আয়োজন চেম্বারের অন্যতম অর্জন।

১৯৯০ সাল থেকে আমরা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার। কালের পরিক্রমায় এই বাণিজ্য মেলা নগরবাসী তথা চট্টগ্রামের সাধারণ মানুষের প্রাণের মেলায় রূপ নিয়েছে।

অন্যান্য বছরের ন্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখবেন। চট্টগ্রাম মহানগরের লাখো মানুষ এই মেলা পরিদর্শন করে তাদের পছন্দমত পণ্য সংগ্রহ করবেন এবং মেলার সার্বিক আয়োজন উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

প্রত্যেক বছরের মতো এবছরও মেলাকে আকর্ষণীয় করে তুলতে মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে বাতিঘরের সহায়তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।

মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ১৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে ৪শ টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে অংশগ্রহণকারী অন্যান্য দেশ যেমন-ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, চেম্বারের প্রাক্তন সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এম. এ. লতিফ এমপি এবং দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিন।

 

শেয়ার