Top

ফরিদপুরে পুলিশ কর্মকর্তার আদালত প্রাঙ্গণে বিয়ে

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে পুলিশ কর্মকর্তার আদালত প্রাঙ্গণে বিয়ে
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে আদালত প্রাঙ্গণে ধর্ষিতাকে বিয়ে করায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ই ফেব্রুয়ারী) বিকেলে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ভাঙ্গা উপজেলা সদরের এক নারীর অভিযোগটি প্রত্যাহার করে নেন ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

এর আগে আদালত প্রাঙ্গণে ১০ লাখ টাকার দেনমোহরে পুলিশ কর্মকর্তা মো. সজল মাহমুদের (৪০) সঙ্গে ওই নারীর বিয়ে হয়। সেসময় পুলিশ কর্মকর্তা মো. সজল মাহমুদ ভাঙ্গা থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ফরিদপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

বুধবার বাদী পক্ষের আইনজীবী আলোকেশ রায় জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ কর্মকর্তা ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন।

উল্লেখ্য, এ ঘটনায় সোমবার দুপুর ১২টার দিকে ওই নারী পুলিশ কর্মকর্তা সজল মাহমুদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন।

 

শেয়ার