Top
সর্বশেষ

লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন সিইও ইকবাল চৌধুরী

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন সিইও ইকবাল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক :

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বোর্ড (এলএইচবিএল) কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি এলএইচবিএলের প্রথম বাংলাদেশি সিইও। মোহাম্মদ ইকবাল চৌধুরী রাজেশ সুরানার স্থলাভিষিক্ত হবেন।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বহুজাতিক কোম্পানিতে বাইশ বছরের বিস্তৃত ক্যারিয়ারে মোহাম্মদ ইকবাল চৌধুরী একজন অভিজ্ঞ পেশাদার ব্যক্তিত্ব। তিনি ২০১৭ সাল থেকে এলএইচবিএল-এর সিএফও ছিলেন এবং সম্প্রতি চিফ অপারেটিং অফিসার হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন।

মোহাম্মদ ইকবাল চৌধুরীর নিয়োগে এলএইচবিএল-এর চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ বলেছেন, আমি আনন্দিত যে ইকবাল বাংলাদেশে এলএইচবিএলের নেতৃত্ব নিচ্ছেন। বোর্ড বিশ্বাস করে যে ইকবাল কোম্পানির জন্য খুবই উপযুক্ত এবং পরবর্তী পর্যায়ে ব্যবসায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যথেষ্ট যোগ্য। কারণ আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী এবং টেকসই বিল্ডিং সলিউশন কোম্পানিতে পরিণত হওয়ার জন্য পরিবর্তনটি চালিয়ে যাচ্ছি।

এর আগে ইকবাল চৌধুরী ম্যারিকো বাংলাদেশের সিএফও ছিলেন। এছাড়া তিনি বার্জার পেইন্টস এবং অ্যাভেরি ডেনিসনেও কাজ করেছেন। তিনি ফিন্যান্সে এমবিএ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজের (আইসিএসবি) ফেলো সদস্য।

শেয়ার