Top
সর্বশেষ

জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও সাইকেল বিতরণ

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও সাইকেল বিতরণ
হাতিয়া প্রতিনিধি :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হলরুমে বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী ৬ আসনের এমপি ও হাতিয়া উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায়। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের উপ পরিচালক ড.মো.জহিরুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মো.ফরিদ মিঞা (বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বনবিভাগ নোয়াখালী) নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

এসময় আরো উপস্থিত ছিলেন সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা সাইফুর রহমান, নলচিরা রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন সহ প্রমুখ এবং উপকারভোগী বিভিন্ন ইউনিটের নারী-পুরুষ সদস্যরা। অনুষ্ঠানে বনের উপর নির্ভশীল ১০০ জন নারী পুরুষ প্রতিজনকে ২৫ হাজার ২০০ টাকা করে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা ১০০ জন বন প্রহরীকে ১০০ টি সাইকেল বিতরণ করা হয়।

শেয়ার