Top

অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে টোলপ্লাজায় শিক্ষার্থীদের অবস্থান

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে টোলপ্লাজায় শিক্ষার্থীদের অবস্থান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে এর প্রতিবাদ জানিয়ে মহানন্দা সেতুর টোল প্লাজা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌণে ১২ টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজায় গাড়ি অতিক্রম করার সময় তার সাথে দুর্বব্যবহার করে টোল প্লাজার লোকজন। এসময় অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ তুলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রাস্তায় বসে ও দাঁড়িয়ে অবস্থান নিলে যান চলাচল ও সেতুর টোল আদায় বন্ধ হয়ে যায়। পরে টোল কর্তৃপক্ষ ক্ষমা চাইলে রাস্তা থেকে সরে যায় কলেজ শিক্ষার্থীরা। অবস্থান নেয়ার এক ঘন্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, পরীক্ষার খাতা জমা দিতে পলিটেকনিক ইনস্টিটিউটের একটি গাড়িসহ কলেজের অধ্যক্ষ যাওয়ার সময় তাকে আটকে অপমানজনক কথা বলে। এমনকি অধ্যক্ষ স্যারকে লাঞ্ছিত করে। পরে শিক্ষার্থীরা জানতে এর প্রতিবাদে টোল প্লাজায় অবস্থান নেয়।

এদিকে, মহানন্দা সেতুর টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান, সব সাধারণ গাড়ির মতোই অধ্যক্ষ সাহেবের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়। পরবর্তীতে অধ্যক্ষ সাহেব পরিচয় দিলে তাকে আমরা জানায়, আপনার গাড়িটি ছাড় পাবে কিনা সেটি আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানাবো। এরপর তার কাছে টোল না নিয়ে তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা হঠাৎই এসে টোল প্লাজায় অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান মুঠোফোনে বলেন, কলেজে চলমান পরীক্ষার খাতা বোর্ডে পাঠানোর সময় গাড়িতে টাকা নেয়া বা না নেয়ার বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির সাথে টোল কর্তৃপক্ষের কথা হয়েছে। এবিষয়ে আমি কিছুই জানি না। সকালে যাওয়ার পথে আমাকে গাড়ি থেকে নামতে বলে টোল কর্তৃপক্ষের লোকজন। পরে ম্যানেজারের রুমে নিয়ে গিয়ে আমার পরিচয় জানতে চাই, আমি পরিচয়পত্র দেখালেও তারা আমাকে অধ্যক্ষ হিসেবে মানতে অস্বীকৃতি জানায়।

তিনি আরও বলেন, এসময় পাশ থেকে অনেক আজেবাজে কথা বলা হয়। অথচ আমি তাদেরকে বলেছি, অনেকের কাছেই টোল নেন না, তবে আমাদের কাছে নিতে চাইলে আমাদের আপত্তি নেই। পরে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে টোল প্লাজায় অবস্থান নেয়। অবস্থান নেয়ার বিষয়টি আমি জানতে পেরে টোল প্লাজা থেকে তাদেরকে সরে যেতে বললে তার সরে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, টোল প্লাজায় শিক্ষার্থীদের অবস্থান নেয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। সড়ক অবরোধের বিষয়টি শিক্ষার্থীদের বুঝানো হয়। পরে তারা সড়ক থেকে সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার