Top

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী উরশ শুরু

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী উরশ শুরু
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী ( কু.ছে.আ.) ছাহেবের চারদিনব্যাপী মহাপবিত্র উরস শরীফ শুরু হয়েছে।

এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাবু ত্যাম্প ও অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানবৃন্দ সমবেত হচ্ছেন।

উরশ শরীফ উপলক্ষে শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি ) দুপুরে লাখ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে মহাপবিত্র উরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত , জিকির আজগার , মোরাকাবা-মোশাহেদা , ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদান এবারের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফে অংশ নিবেন। চারদিনব্যাপী উরসের শেষদিনে মঙ্গলবার সকালে শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের পবিত্র রওজা শরীফ জেয়ারতের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।

 

শেয়ার