Top
সর্বশেষ

ব্লক মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকার

১১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানির ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৯৫ লাখ ৫৯ হাজার ৫১৪টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছ। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৫ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯৬ লাখ টাকার ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া আমান কটনের ৫ লাখ ২০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ লাখ ৭ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকার, বার্জার পেইন্টসের ২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ৬৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ৬৪ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৯ লাখ ৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৪ লাখ ৭৭ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ১৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ২২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ ৪৫ হাজার টাকার, লিনডে বিডির ৫ কোটি ৭ লাখ ৩২ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১২ লাখ ৪০ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার,, এমএল ডাইংয়ের ২৪ লাখ ৮৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৯ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৭৭ লাখ ৮৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৫ হাজার টাকার, রেনেটার ২ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকার, আনার অটোমোবাইলসের ২৯ লাখ টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৫৮ হাজার টাকার, এসএস স্টিলের ৪ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার