সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ৬৭ বারে ৫০ হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বৃটিশ আমেরিকান ট্যোবাকোর দর বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২৬ হাজার ৩৩৭ বারে ১৫ লাখ ৬৮ হাজার ৭২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬৭ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭২৫ বারে ৬৭ লাখ ১৮ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এশিয়া ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৬ শতাংশ, ইউনিলিভারের ৪ দশমিক ৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪ দশমিক ৮৫ শতাংশ, বেক্সিমকোর ৪ দশমিক ৭৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪ দশমিক ৪০ শতাংশ, আরডি ফুডের ১ দশমিক ৯৭ শতাংশ ও ডরিন পাওয়ারের শেয়ার দর ১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।